Monday, 9 December 2024

ললাট গঙ্গাধর পাঠশালা হাইস্কুলে টেলিস্কোপ নির্মাণ কর্মশালা | ৯ই ডিসেম্বর,২০২৪





গতকাল ৯ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের নলাট গঙ্গাধর পাঠশালা হাইস্কুলে একটি টেলিস্কোপ তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। ওখানে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে গড়ে ওঠা একটি অ্যাস্ট্রোনমি ক্লাবে তৈরি করা টেলিস্কোপটি থাকবে সারা বছর জুড়ে আকাশ পর্যবেক্ষণের জন্য। মাননীয় শিক্ষক শিবশঙ্কর মান্না মহাশয়ের ও প্রধান শিক্ষক নবকান্ত জানা মহাশয় অন্যান্য শিক্ষকদের নিয়ে এই যে আয়োজন করেছেন এক কথায় অসাধারণ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই শিবির পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। এছাড়া যাদের সহযোগিতা ছাড়া এই শিবির পরিচালনা সম্ভব হত না তারা হলেন ভূগোল বিষয় শিক্ষক সমীর কুমার গিরি, বিজ্ঞান বিভাগের শিক্ষক কৌশিকীব্রত প্রধান , প্রদীপ কুমার গিরি, অতনু পাত্র, আশিষ কুমার সাহু সহ অনেকে। সবাইকে ধন্যবাদ জানাই। আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া সে এক অন্য মাত্রায়। রাত পর্যন্ত কয়েকজন শিক্ষক ছাড়তেই চাইছিলেন না, আশাকরি আবার উনাদের সঙ্গে দেখা হবে। সবাই জ্যোতির্বিজ্ঞানের বিষয়ে আগ্রহী হয়ে উঠুক, জ্যোতির্বিজ্ঞান বুঝলেই জ্যোতিষের মতো অবৈজ্ঞানিক ভ্রান্ত বিষয় থেকে দূরে থাকা সম্ভব। বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিচালন কমিটির সবাইকে কৃতজ্ঞতা জানাই।






 

No comments:

Post a Comment