গতকাল ১০ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের বাজকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠে একটি হাতে কলমে টেলিস্কোপ তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও পাশাপাশি ২০ টির বেশী বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. চন্দন কুমার মাইতি মহাশয় বিদ্যালয়ের বিপ্লব স্যার, সহস্রাংশু স্যার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই বড়মাপের কর্মশালার আয়োজন করলেন তার ভীষণ ভাবে প্রশংসার যোগ্য। সঙ্গে বিদ্যালয়ের আতিথেয়তার কোন তুলনা হয় না। শিবিরের একটি অংশ হিসেবে সৌর কলঙ্ক ও চাঁদ দেখার মাধ্যমে শিবির শেষ হয়। আমার পুরনো শিক্ষক, বন্ধু অনেকেই উপস্থিত ছিলেন, যা খুবই আনন্দদায়ক। ছাত্র ছাত্রীদের আচার আচরণ নতুন করে আশার আলো দেখায়। প্রধান শিক্ষক ড. চন্দন কুমার মাইতি মহাশয় ভীষণ ভাবে উৎসাহ নিয়ে বিদ্যালয়ে একটি জ্যোতির্বিজ্ঞানের মানমন্দির করবেন বলে উদ্যোগ নিয়েছেন যা ভবিষ্যতে বিদ্যালয় ও বিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ও মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপকৃত হবে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, পরিচালন কমিটির সদস্য ও আর্থিকভাবে যারা এই শিবির সম্পন্ন করার জন্য অবদান রাখলেন, সবাইকে ধন্যবাদ জানাই।
No comments:
Post a Comment