Wednesday, 19 July 2023

গ্যালিলিও অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির উদ্যোগে টেলিস্কোপ তৈরির কর্মশালা






গত ১৬ই জুলাই গ্যালিলিও অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ও সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে একটি টেলিস্কোপ তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়।   একটি টেলিস্কোপ তৈরির কর্মশালা মানে এই নয় যে কয়েকটি টেলিস্কোপ তৈরি করা, এর উদ্দেশ্য হল এই কর্মশালায় যারা অংশগ্রহণ করলেন তারা টেলিস্কোপ তৈরি করে ঝাঁপিয়ে পড়বেন জ্যোতির্বিজ্ঞান প্রচার ও প্রসারের কাজে। এই আশা রেখে আজ গ্যালিলিও অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির দ্বারা টেলিস্কোপ তৈরির এই কর্মশালা সম্পন্ন হয়েছে। হাওড়া, হুগলি, নদিয়া, খড়গপুর , জয়নগর, যাদবপুর ইত্যাদি দূর দূরান্ত থেকে  যারা উপস্থিত থেকে এই শিবির সফল করলেন, সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment