Galileo Astronomical Observatory








গ্যালিলিও অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি

ব্যক্তিগত উদ্যোগে ছাত্র ছাত্রী ও সাধারণ জনগণের জন্য  গড়ে তোলা হয়েছে  মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র - গ্যালিলিও অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার অন্তর্গত বাড়কাশমিলি গ্রামে। আলোক দূষণ হীন এই প্রত্যন্ত অঞ্চল আকাশ পর্যবেক্ষণের জন্য উপযুক্ত, এবং এর জন্য এই অবজারভেটরিতে বসানো হয়েছে ১০ ইঞ্চি ব্যাসের বড় এক দূরবীক্ষণ যন্ত্র। স্বভাবতই, জেলার বড় টেলিস্কোপ গুলোর মধ্যে অন্যতম। এর একসঙ্গে আছে ছোট খাটো কয়েকটি দূরবীক্ষণ যন্ত্র। সঙ্গে আছে আকাশ পর্যবেক্ষণ করার মানচিত্র, মহাকাশের গোলোক ও অন্যান্য যন্ত্রপাতি। টেলিস্কোপ ও অবজারভেটরি বা মানমন্দিরটি নিজের হতে বিভিন্ন পার্টস কিনে বানানো হয়েছে। সেদিক থেকে অন্য একটি তাৎপর্যপূর্ণ দিক আছে। সেটি হল, টেলিস্কোপটি নাড়াচাড়া করে অনেকের টেলিস্কোপ তৈরির ধারণা ও আগ্রহ জন্মাবে বলে আশা করা যায়। টেলিস্কোপ যে বাড়িতে তৈরি করা যায় এই বিশ্বাস অনেকের হবে এই মানমন্দির ঘুরে যাওয়ার পর। বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী যাতে মহাকাশ বিষয়ক কিছু প্রোজেক্ট করতে পারে তার চেষ্টা খুব শীঘ্রই করা হবে এবং এই প্রোজেক্ট বা ছোট খাটো গবেষণা সম্ভব যদি বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কতৃপক্ষ এগিয়ে আসে। আকাশ পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন সময় মহাকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রোজেক্টর সহযোগে তথ্যচিত্র দেখানো হবে উপস্থিত ছাত্র ছাত্রীদের। ব্যক্তিগত উদ্যোগ হলেও কোন ক্ষেত্রেই টাকা পয়সার কোন ব্যাপার নেই কিন্তু সময়ের অভাবে প্রতিদিন এই মানমন্দির খোলা রাখা এই মুহূর্তে সম্ভব নয়, মাসের দুইদিন ( দ্বিতীয় ও চতুর্থ রবিবার ) খোলা থাকবে। বিশেষ কোন কারণ থাকলে সময় সূচির পরিবর্তন হবে তাই আসার আগে একটু ফোন করে আসলে ভালো হয়। ইচ্ছে হলেই বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে চলে আসুন, ভালো লাগবে। এই শিবির পরিচালনা করবো আমি ও আমার পরিবারের লোকজন, তাই অফিসিয়াল ভাবে  বিষয়টি না নিয়ে ঘরোয়া ভাবে নেবেন । তবে শেষ বছরের প্রোজেক্টর জন্য ছাত্র ছাত্রীরা বিষয়টি অফিসিয়াল ভাবে নেবেন। অনেকেই টেলিস্কোপ তৈরির বিষয়টি বিশাল ব্যাপার ভাবছেন, আসলে অনেকেই খুব সহজে এটা বানাতে পারে , পশ্চিমবঙ্গের অনেকেই করে। ফলে বিষয়টি খুব বড় ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রাম বা শহরের ছাত্র ছাত্রীদের আকাশ চেনানো, মহাকাশ তথা জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তোলা , ছাত্র ছাত্রীসহ সাধারণ জনগণের মধ্যে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে ধারণা দিয়ে মনের অন্ধতা ও কুসংস্কার দূর করাই হল আমাদের উদ্দেশ্য। এর সঙ্গে মাঝে মধ্যে টেলিস্কোপ তৈরির কর্মশালা করার চেষ্টা আছে যাতে যে কেউ অংশগ্রহণ করতে পারবে ও টেলিস্কোপ তৈরির কিটের দাম দিয়ে টেলিস্কোপ তৈরি করবেন ও টেলিস্কোপটি বাড়ি নিয়ে যাবেন। এই টেলিস্কোপ দিয়ে শুরু হবে আপনার আকাশ পর্যবেক্ষণের নতুন অধ্যায়। গ্যালিলিও অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি নেটওয়ার্কের এক সদস্য হবেন। ফলে এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আশাকরি এই উদ্যোগ আপনারাই সফল করতে এগিয়ে আসবেন । ধন্যবাদ।

নিচের লিংকে ক্লিক করে ম্যাপ দেখতে পারেন। যাওয়ার সুবিধা হবে। কিন্তু সব ক্ষেত্রেই ফোন করলে ভালো।
https://maps.app.goo.gl/gkTS5Q1jc8LZSpvq9

No comments:

Post a Comment