একটি বিজ্ঞান মেলা। এতে ক্ষুদে বিজ্ঞানী -২০২৪ শীর্ষক আন্তঃ বিদ্যালয় বিজ্ঞান মডেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যেখানে ১১ টি বিভিন্ন বিদ্যালয়ের ৩৬ টি বিজ্ঞান মডেল নিয়ে ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়েছিল। আমাদের নিজেদের প্রায় ৩০ টি নতুন বিজ্ঞান মডেল ও বেশ কিছু পুরনো বিজ্ঞান মডেল নিয়ে আলাদা করে প্রতিযোগিতা হয়। এই মেলায় "বিজ্ঞান "এর পক্ষ থেকে একটি অভিনব কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপক ড.সৌমেন কান্তি মান্না, রসায়ন বিজ্ঞানী ড. অমলেশ রায় । খুব সুন্দর ভাবে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যার পুরষ্কার "বিজ্ঞান "-এর পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কুসংস্কার বিরোধী অনুষ্ঠান হয়েছে যার পরিচালনায় ছিলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক অরুণ মন্ডল। মডেল প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পঞ্চানন মন্ডল ও শিক্ষক কার্তিক আদক । খুব ধৈর্য্য নিয়ে এই মডেল প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করলেন। সত্যি কথা বলতে, সকল প্রতিযোগী অত্যন্ত আবেগ দিয়ে মডেল বানিয়েছে যার প্রত্যেকেটি সম্ভাবনাময় ও আলাদা বিচার করা সম্ভব নয়। সবাই এই বিজ্ঞান মেলাকে সফলতা এনে দিয়েছে। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই। ব্যস্ততার কারণে বেশিরভাগ ছবি তুলতে পারিনি, ছবিগুলো অরুণ স্যার , পঞ্চানন স্যার ও অন্যান্য স্যারের কাছে পাওয়া যা দিয়ে নিচের ভিডিও বানানো। এই মেলা সফল করতে স্কুলে স্কুলে চিঠি পাঠানো থেকে মডেল বানানো, ও আরও বহু কাজে দিনের পর দিন যাদের অবদান, আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলোক আচার্য স্যার, অরুন মন্ডল স্যার, আনন্দ টুডু স্যার প্রদীপ মান্না স্যার, পবিত্র আদক স্যার, যোগেন দা প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটিও ছবি তুলতে পারলাম না তাই খারাপ লাগছে। আরও যারা এই অনুষ্ঠানকে সফল করে তুললেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই রাজিবুল ইসলাম স্যারকে। ছাত্র ছাত্রী ও বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাদের আপ্যায়নে ত্রুটি থাকলে নিজেদের অনুষ্ঠান ভেবে ক্ষমা করবেন ।
কয়েকটি ছবি সম্বলিত ভিডিও থাকলো আপনাদের জন্য।
No comments:
Post a Comment