এখন যাবেন নাকি ছাদে ? ছাদে কি? কি মানে ? কি নেই ! এখন সময় ১১: ৪০ pm । এখন ১০-১২ ডিগ্রী কোন করে মঙ্গল জুটেছে।বৃহস্পতি ও শনি আরো অনেকটা ( ৩৫-৪০ ডিগ্রী ) ওপরে। আমি অবশ্য ৭:৩০ pm এ বৃহস্পতি ও শনি দেখে এসেছি তবে তখন এরা এতো উপরে ছিলোনা , এখন যেখানে মঙ্গল আছে ৭:৩০ pm এ তার একটু ওপরে এরা ছিল আর মঙ্গল দিগন্ত রেখার নিচে ছিল ।এখন কোন দিকে দেখবেন ? ছবি দেখুন উত্তর দক্ষিণ দেওয়া আছে। দেরি করে গেলে দেখবেন ওই কোন বেড়ে যাচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে আর কিছু নয়। আজকে যেতে না ইচ্ছে করলে কালকে এই সময় ছাদে গেলে প্রত্যেকেকে প্রায় একই জায়গায় ( প্রত্যেকে আজ যে যে জায়গায় আছে তার থেকে প্রত্যেকে সামান্য একটু ওপরে থাকবে ) দেখবেন।বাইনোকুলার থাকলে কিছুটা মঙ্গলের কিছুটা ওপরে দেখবেন নেপচুন আছে। মঙ্গল থেকেই এতটা নিচে আবার ইউরেনাস উঠছে , টেলিস্কোপ লাগবে কিন্তু এটা দেখতে। সময় দিলে আরো একটু ওপরে উঠবে। আর একটি আকর্ষণীয় দেখার জিনিস আছে -আকাশগঙ্গা । আলোক দূষণ কম ও আকাশ পরিস্কার থাকলে এখুনি প্রায় মাথার ওপরের আকাশে বৃহস্পতির পাশ দিয়ে তাকান। উত্তর-পূর্ব কোন থেকে দক্ষিণ-পশ্চিম কোন বরাবর দেখতে পাবেন। চোখে আলো পড়ছে না এমন যায়গায় বেশ কিছু সময় তাকিয়ে থাকলে বুঝতে পারবেন। সময়টাকে মনে করুন চোখের exposure time. । আর বেশ অনেক দিন থেকে এরকম চলছে।( বিঃ দ্রঃ - এগুলো বছরের বিভিন্ন সময়ে আকাশের বিভিন্ন জায়গায় থাকে। শুধু দিনের বেলায় আকাশে থাকলে দেখতে পাই না। ধূমকেতুর মতো ব্যাপার নয়। )
No comments:
Post a Comment