Tuesday 4 May 2021

Sky watching with Mr Gopal Mandal : Ursa Major-(সপ্তর্ষি মন্ডল)


Date- 04/05/21

#SkyWatchingWithScienceActivityChannel
#SkyWatchingWithMrGopalMandal

আজ উত্তর আকাশে সপ্তর্ষি মন্ডল দেখুন এর ইংরেজি নাম Ursa Major । একে Big dipper ও বলে। এর সাতটি উজ্জ্বল নক্ষত্র বেশ পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে, প্রথম ও শেষ উজ্জ্বল নক্ষত্রের মধ্যে কৌনিক দূরত্ব প্রায় ২২-২৫ ডিগ্রি। এতে নক্ষত্রের সংখ্যা অনেক বেশি ও অনেক বেশি জায়গা নিয়ে আকাশে আছে (  প্রায় ৩.১ শতাংশ)। আমরা উজ্জ্বল নক্ষত্র দেখে চেনার চেষ্টা করি ও ম্যাপ দেখে পুরো এলাকা জানার চেষ্টা করি।   আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠা যতটা সম্ভব প্রসারিত করে হাতটিকে আকাশের দিকে তুলে ধরলে ঐ দুটি আঙুলের অগ্রভাগের সোজা   আকাশের দুটি বিন্দুর মধ্যে যে কোন হয় তা প্রায় ২৫ ডিগ্রি।  ফলে এই ধারণা থেকে সপ্তর্ষি মন্ডল পর্যবেক্ষণ করতে পারেন। ছবিতে দেখতে পাবেন, একপাশের দুটি উজ্জ্বল নক্ষত্র  পুলহ (Merak ) থেকে ক্রতু ( Dubhe) পর্যন্ত সরলরেখা টেনে বাড়িয়ে দিলে প্রথম যে অপেক্ষাকৃত কম উজ্জ্বল নক্ষত্র দেখা যায় তা হল ধ্রুবতারা ( Polaris) । সারা বছর এরা এক সরলরেখায় থাকে ও ধ্রুবতারাকে কেন্দ্র করে পুরো সপ্তর্ষি মন্ডল ঘুরতে থাকে। অত্রি ( Megrez)  থেকে ক্রতু নক্ষত্র পর্যন্ত সরলরেখা টেনে বাড়িয়ে দিলে একটি খুব উজ্জ্বল নক্ষত্র দেখা যাবে এর নাম Capella, যা  Auriga নক্ষত্র মন্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। এছাড়া ছবি দেখলে Boots নক্ষত্র মন্ডলের Arcturus ও সিংহ রাশি দেখা যাবে যা এখন প্রায় মধ্য গগনে। Deben, vega, Cassiopeia এইগুলা এই মাসে দেখা যাবে না  কারণ এখন সপ্তর্ষি মন্ডল ছবির সাপেক্ষে আকাশে উল্টোভাবে আছে এবং  একটি নির্দিষ্ট রাতের আকাশেও স্থির থাকবে না, পৃথিবীর ঘূর্ণনের জন্য  ধীরে ধীরে ঘুরবে। (( শেষের ছবি দেখতে পারেন সন্ধ্যার আকাশে ( একটি নির্দিষ্ট সময়ে ) বছরের চারমাস অন্তর এটি আকাশে কিরকম দেখাবে  )। লেখাগুলো উল্টো হবে বলে ছবিটি ঘোরানো হয়নি। তবে বলে রাখা ভালো সপ্তর্ষি মন্ডলে যে ঋষিগণের কথা বলা হয় তা নিছকই গল্প ওখানে এরকম কেউই অবস্থান করে না। আর রাশি গুলো আকাশে বিদ্যমান হলেও রাশিফল সম্পূর্ণ ভ্রান্ত ও অবৈজ্ঞানিক। আকাশে এই সব খুঁজে পেলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

www.youtube.com/ScienceActivityChannel






No comments:

Post a Comment