Monday 30 September 2024

এক অন্যরকম বিজ্ঞান বাক্স | বিজ্ঞান মেলা- ২০২৪ সে ক্ষুদে বিজ্ঞানীর পুরষ্কার





ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের আয়োজনে বিজ্ঞান মেলা -২০২৪ এর অন্যতম প্রধান অনুষ্ঠান ক্ষুদে বিজ্ঞানী -২০২৪। এটি বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে তাদের উদ্ভাবনী ক্ষমতা যাচাইয়ের একটি প্রতিযোগিতা। ওপরের ছবিটি একটি বিজ্ঞান বাক্সের যা এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে । এ এমন একটি বাক্স যাতে বিভিন্ন ছোট খাটো সরঞ্জাম আছে যা দিয়ে একজন ছাত্র বা ছাত্রী বাড়িতে বসেই বেশ অনেক গুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে এই ছোট্ট কিন্তু অনন্য বিজ্ঞান বাক্স নির্বাচিত ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হল। প্রদান করা হল ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার অন্যতম আকর্ষণ " ক্ষুদে বিজ্ঞানী -২০২৪" শীর্ষক আন্তঃ বিদ্যালয় বিজ্ঞান মডেল প্রতিযোগিতায়।


নিম্নে একে একে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা থাকলা যেগুলো এই বিজ্ঞান বাক্সের কিট দিয়ে করা যায়।


# এই বাক্সের মধ্যে একটি লেজার টর্চ আছে , একটি আয়না আছে। এগুলো দিয়ে আলোর প্রতিফলন, প্রতিসরন,  আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পরীক্ষা করা যায়। আয়না দিয়ে রামধনু তৈরি করা যায়, জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করা যায়। নিচের লিঙ্কে ক্লিক করে পদ্ধতি জানা যাবে। 


১. আলোর প্রতিফলনের পরীক্ষা -

লিঙ্ক - 

২. আলোর প্রতিসরণ ও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পরীক্ষা 

লিঙ্ক - https://youtu.be/VnNyxBMl--8

৩. রামধনু তৈরি পরীক্ষা 

লিঙ্ক - https://youtu.be/x66he1_05RA

৪. জলের প্রতিসরাঙ্ক নির্ণয়ের পরীক্ষা ( যে বাক্সে কিট আছে সেই বাক্স ও লেজার টর্চ দিয়ে)

লিঙ্ক - https://youtu.be/a3LXIFI_o5w


# একটি ব্যাটারি, লোহার পেরেকে জড়ানো তামার তার, দুটো লোহার পেরেক, তামার তারের কুন্ডলী, চুম্বক, কম্পাস ইত্যাদি দিয়ে অনেক পরীক্ষা করা যায়।


৫. বৈদ্যুতিক মোটর তৈরীর ভিডিও লিঙ্ক - 

https://youtu.be/hKuZuelFZzs


৬. জলের তড়িৎ বিশ্লেষণের পরীক্ষার লিঙ্ক -

https://youtu.be/p2qU66lSJiA


https://youtu.be/eamLoxPyqg0


৭.  একটি সলিনয়েড আছে যা মোটর তৈরী করতে কাজে লাগবে , আবার এর দুই প্রান্তে ব্যাটারির দুই প্রান্তে লাগিয়ে মাঝখানে কম্পাস আনলে চুম্বকীয় প্রভাব বোঝা যাবে।  

  মোটর তৈরির ভিডিও - https://youtu.be/hKuZuelFZzs

৮. এছাড়া কম্পাস দিয়ে যে রিং চুম্বক দেওয়া আছে তার বলরেখা কোন দিক বরাবর তা বোঝা যাবে।

এছাড়া দিক নির্ণয়ের কাজে চুম্বকীয় এই কম্পাস বেশ কাজে দেবে।


# এই বিজ্ঞান বাক্সে একটি উত্তল লেন্স আছে যা দিয়ে অনেক পরীক্ষা করা যায়। নিম্নে একটি পরীক্ষার লিঙ্ক দেওয়া হল।

লিঙ্ক - https://youtu.be/fgiovhWzJ9s


৯. সূর্যের আলোর  সবচেয়ে ছোট প্রতিবিম্ব তৈরি করে এই লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোন ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার জন্য ঐ লেন্সটি ব্যবহার করা যাবে।


১০. অ্যাসিড ও ক্ষার নির্দেশকের কয়েকটি কাগজ দেওয়া আছে এই বাক্সে। হলুদ কাগজটি ক্ষার নির্দেশকের কাজ করবে। ক্ষারের মধ্যে ঐ হলুদ কাগজ ডোবালে লাল হয়ে যাবে। একটি বেগুনী নীল কাগজ অ্যাসিড নির্দেশক হিসেবে ব্যবহার করা যাবে, এটি অ্যাসিডে ডুবালে লালচে হয়ে যাবে। ঐ নির্দেশকের কাগজ বাড়িতে যতখুশি বানানো যায়। এই নির্দেশক বানাতে নিচের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারো।

লিঙ্ক - 

https://youtu.be/infan5drSyQ


একটি স্বচ্ছ পাইপ আছে ও থার্মোকলের বল তৈরি করে নিম্নে উল্লেখিত আরও দুটি পরীক্ষা করা যায়।

 

১১. একটি পাইপকে ইউ আকৃতির নলের মতো বানিয়ে এই নলের সাহায্যে অজানা তরলের ঘনত্ব নির্ণয়

লিঙ্ক - https://youtu.be/NtVX5XCHZIg


১২. তরলের গভীরতার সঙ্গে চাপ বাড়ে, যেকোন গভীরতায় তরলের চাপ নির্ণয়ের পরীক্ষা 

লিঙ্ক -  https://youtu.be/wRDjlIQHRCI

১৩. ঐ পাইপ ও সঙ্গে দেওয়া থার্মোকলের বল দিয়ে মজার একটি পরীক্ষা করা যায় ।

লিঙ্ক - https://youtu.be/rje_mENlQ6Q

১৪. তড়িৎ চুম্বক তৈরি করার জন্য পেরেকের গায়ে অন্তরিত তামার তার জড়ানো আছে। ব্যাটারির সাহায্যে এটি দিয়ে তড়িৎ চুম্বক তৈরি করা যায়।

লিঙ্ক - https://youtu.be/hKuZuelFZzs


আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই যৎসামান্য বিজ্ঞান কিট উপহার হিসেবে তুলে দিলাম যাতে তোমরা হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শেখার অভ্যাস শুরু করতে পারো। পরবর্তীতে আরও কিছু কিছু জিনিষ নিজেরা সংগ্রহ করে বেশ অনেক পরীক্ষাই বাড়িতে করতে পারবে।




  

No comments:

Post a Comment