গতকাল রোটারী ক্লাব অব ক্যালকাটা যাদবপুর ও বারুইপুর হাইস্কুলের যৌথ উদ্যোগে একটি টেলিস্কোপ তৈরির কর্মশালা অনুষ্ঠিত হল। প্রায় চল্লিশ জন ছাত্র এই টেলিস্কোপ তৈরির কর্মশালায় হাতে কলমে টেলিস্কোপ তৈরি করার চেষ্টা করলো। সবার হয়তো ভালো লাগেনি, তবে অনেকেই বেশ আনন্দিত। টেলিস্কোপ তৈরির শেষে সৌর কলঙ্ক দেখা হল।
No comments:
Post a Comment