শনির গ্রহণ বা সমাবরন | Occultation of Saturn by Moon 2024
গতকাল রাত ১:৩০ মিনিটে অর্থাৎ আজ ভোর ১:৩০ মিনিটে ঘটেগেল এক মহাজাগতিক ঘটনা। ঘটনাটিকে বলা হয় শনির গ্রহণ বা সমাবরন। সারাদিন মেঘে ঢাকা আকাশ থাকতেও বেশ আশায় আশায় থাকা হল কিন্তু মেঘে আচ্ছন্ন চাঁদের পেছনে শনি ধীরে ধীরে ঢাকা পড়ে গেল। সঙ্গে থাকলো দুটি ভিডিও।
No comments:
Post a Comment