গত ১৮ ও ১৯ শে মে কোলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হল " ইন্টারন্যাশনাল মিউজিয়াম এক্সপো" শীর্ষক একটি অনুষ্ঠান। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও জাতীয় বিজ্ঞান যাদুঘর পরিষদ ( NCSM) এর উদ্যোগে ও কোলকাতা সায়েন্স সিটির ব্যাবস্থাপনায় দেশ বিদেশের বহু বিজ্ঞান ও যাদুঘরের প্রতি আগ্রহী ও বিভিন্ন জ্ঞানী গুণী মানুষের উপস্থিতিতে এই দুই দিনের শিবির অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে টেলিস্কোপ তৈরির কর্মশালা পরিচালনা করার আমন্ত্রণ পেয়েছিলাম সায়েন্স সিটির পক্ষ থেকে। ডিরেক্টর মাননীয় অনুরাগ কুমার ও কিউরেটর শঙ্খ শুভ্র ঘোষ মহাশয়কে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই টেলিস্কোপ তৈরির কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য ও দেশের অন্যান্য রাজ্যের ছাত্র ছাত্রী, ও বিজ্ঞান প্রেমী মানুষ। সবাই মনযোগ সহকারে টেলিস্কোপ তৈরি বানানো শিখে নিজেদের জন্য একটি ছোট টেলিস্কোপ নিজেদের সঙ্গে নিয়ে গেলেন। আশাকরি অনেকের নতুন একটি বিষয়ে আগ্রহ বাড়িয়ে তুলবে এই শিবির ও ছোট্ট টেলিস্কোপটি যা দিয়ে চাঁদ, সৌর কলঙ্ক, কিছু যুগ্ম তারা পর্যবেক্ষণের পাশাপাশি পরিবেশ পর্যবেক্ষণ করতে কাজে লাগবে। দুই দিন দুপুরে সবার খাওয়ার ব্যবস্থা ছিল ও কোন কিছুর জন্য কোন রেজিস্ট্রেশন ফি লাগেনি। এই শিবিরে সহযোগী হিসেবে ছিলেন সায়েন্স সিটির সৌগত দাস মহাশয়। উনাকে ধন্যবাদ জানাই। সামাজিক মাধ্যমে যোগাযোগ ও আমার কাজ কর্মের প্রতি আন্তরিক অনেক বন্ধুদের সঙ্গে দেখা হল ও বিভিন্ন বিষয়ে কথা হল , ফলে আরও কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। সবাইকে ধন্যবাদ জানাই।
Monday, 20 May 2024
Telescope making workshop at Science City Kolkata
গত ১৮ ও ১৯ শে মে কোলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হল " ইন্টারন্যাশনাল মিউজিয়াম এক্সপো" শীর্ষক একটি অনুষ্ঠান। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও জাতীয় বিজ্ঞান যাদুঘর পরিষদ ( NCSM) এর উদ্যোগে ও কোলকাতা সায়েন্স সিটির ব্যাবস্থাপনায় দেশ বিদেশের বহু বিজ্ঞান ও যাদুঘরের প্রতি আগ্রহী ও বিভিন্ন জ্ঞানী গুণী মানুষের উপস্থিতিতে এই দুই দিনের শিবির অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে টেলিস্কোপ তৈরির কর্মশালা পরিচালনা করার আমন্ত্রণ পেয়েছিলাম সায়েন্স সিটির পক্ষ থেকে। ডিরেক্টর মাননীয় অনুরাগ কুমার ও কিউরেটর শঙ্খ শুভ্র ঘোষ মহাশয়কে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই টেলিস্কোপ তৈরির কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য ও দেশের অন্যান্য রাজ্যের ছাত্র ছাত্রী, ও বিজ্ঞান প্রেমী মানুষ। সবাই মনযোগ সহকারে টেলিস্কোপ তৈরি বানানো শিখে নিজেদের জন্য একটি ছোট টেলিস্কোপ নিজেদের সঙ্গে নিয়ে গেলেন। আশাকরি অনেকের নতুন একটি বিষয়ে আগ্রহ বাড়িয়ে তুলবে এই শিবির ও ছোট্ট টেলিস্কোপটি যা দিয়ে চাঁদ, সৌর কলঙ্ক, কিছু যুগ্ম তারা পর্যবেক্ষণের পাশাপাশি পরিবেশ পর্যবেক্ষণ করতে কাজে লাগবে। দুই দিন দুপুরে সবার খাওয়ার ব্যবস্থা ছিল ও কোন কিছুর জন্য কোন রেজিস্ট্রেশন ফি লাগেনি। এই শিবিরে সহযোগী হিসেবে ছিলেন সায়েন্স সিটির সৌগত দাস মহাশয়। উনাকে ধন্যবাদ জানাই। সামাজিক মাধ্যমে যোগাযোগ ও আমার কাজ কর্মের প্রতি আন্তরিক অনেক বন্ধুদের সঙ্গে দেখা হল ও বিভিন্ন বিষয়ে কথা হল , ফলে আরও কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। সবাইকে ধন্যবাদ জানাই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment