Saturday, 16 December 2023

সোনারপুর বইমেলায় আকাশ পর্যবেক্ষণ শিবির

 

চলার পথে এরকম অনেকেই যুক্ত হয়ে সাহায্য করে চলেছেন তাই এগিয়ে যাওয়ার ভরসা পাই। গতকাল সোনারপুর বইমেলায় আকাশ পর্যবেক্ষণ শিবির পরিচালনার জন্য আমার সঙ্গে সেই দুপুর ১২ টা থেকে রাত ১২ পর্যন্ত সঙ্গ দিয়েছেন আমার বিদ্যালয়ের তিন জন শিক্ষক যথাক্রমে পবিত্র আদক ( বাংলা শিক্ষক , বামদিক থেকে প্রথম) প্রদীপ মান্না ( লাইব্রেরীর শিক্ষক, বামদিক থেকে দ্বিতীয়) , ছিলেন আলোক আচার্য্য ( ইংরেজি শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ) । টেলিস্কোপ সেটিং, লোকজনকে ডেকে ডেকে দেখানো , স্টল সামলানো এই সব কাজ সবাই করেছেন। উনাদের পড়ানোর বিষয় লেখার একটাই উদ্দেশ্য, বিজ্ঞানের শিক্ষক না হয়েও স্কুলে ও স্কুলের বাইরে  আমার বিজ্ঞানের কাজের উদ্যোগে যেভাবে লেগে থাকেন সত্যিই আমাকে আপ্লুত করে, এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। উনাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রথম ছবির ডানদিকে আছেন শিক্ষক পঞ্চানন মন্ডল যিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ও উনার সহযোগিতা না থাকলে এই আকাশ পর্যবেক্ষণ শিবির করা সম্ভব হত না। ধন্যবাদ জানাই। বিশেষ সহযোগিতা করেছেন শিক্ষক শ্রীকুমার ব্যানার্জী, উনাকে কৃতজ্ঞতা জানাই






No comments:

Post a Comment