গতকাল উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙার অনুষ্ঠিত হল টেলিস্কোপ নির্মাণের কর্মশালা। আমন্ত্রণ জানিয়েছিলেন গোবরডাঙা রেনেসাঁ ইনস্টিটিউটের পক্ষ থেকে পার্থ ভট্টাচার্য মহাশয়। গোবরডাঙা রেনেসাঁ ইনস্টিটিউটের আয়োজনে এই শিবিরে প্রায় ৫০ জন ছাত্র, শিক্ষক উপস্থিত ছিলেন । বিভিন্ন বয়সের এই আগ্রহী মানুষ নিয়েই এই শিবির সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে । প্রত্যেকে নিজেদের জন্য একটি করে টেলিস্কোপ তৈরি করে নিয়ে গেলেন, নিশ্চিতভাবেই এদের মধ্যে অনেকেরই জ্যোতির্বিজ্ঞান চর্চায় হাতে খড়ি হল। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন পার্থ ভট্টাচার্য মহাশয়। উনাকে ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠানের সম্পাদক স্বপন চক্রবর্ত্তী মহাশয়কে ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠানের সভাপতি ড. সুনিল বিশ্বাস , প্রাক্তন শিক্ষক, বিজ্ঞান লেখক বিশেষ ভাবে অনুষ্ঠানে প্রথম থেকেই উপস্থিত থেকে এই শিবির সফল করলেন। উনার সঙ্গে পরিচয় হয়ে ও উনার নিজের লেখা বেশ কয়েকটি বই উপহার পেয়ে বেশ ভালোই লাগলো। উনার পরিবারের আতিথ্যেয়তা অসাধারণ লেগেছে। ধন্যবাদ জানাই। আলাপ হল বিশিষ্ট বিজ্ঞান লেখক দীপক কুমার দাঁ মহাশয়ের সঙ্গে যিনি গোবরডাঙা গবেষণা পরিষদ গড়ে তুলেছেন। উনার সম্পাদনায় প্রকাশিত একটি পত্রিকা উপহার হিসেবে পেতে আনন্দিত। উনাকে কৃতজ্ঞতা জানাই ।
No comments:
Post a Comment