Saturday 30 December 2023

পূর্ব মেদিনীপুরের বাড়কাশমিলি গ্রামে‌ আকাশ পর্যবেক্ষণ শিবির










 আজকের আকাশ পর্যবেক্ষণ শিবিরের কয়েকটি ছবি। আজকে আমার সহযোগী ছিলেন আমার বাবা ( প্রথম ছবিতে বসে আছেন যিনি) যিনি ১২ বছর বয়সে অভাবের সংসারে পড়াশোনা ছেড়ে কোলকাতার এক বাবু বাড়িতে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ধীরে ধীরে নিজেকে উপযুক্তভাবে তৈরি করে বিভিন্ন কোম্পানিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এত অভাব অনটনের মধ্যে থেকেও  আমার পড়াশোনা থেকে শুরু করে আজ পর্যন্ত যেকোনো কাজে সদা সহযোগিতা করে চলেছেন। আজ শিবিরে বাবা থাকায় টেলিস্কোপের সঙ্গে টেলিস্কোপ সাজানোর সঙ্গে সঙ্গে সোয়েটার, টুপির খেয়াল রাখাটা একটি বাড়তি ব্যাপার যা অন্য কেউ থাকলে হত না। গ্রামের মানিক কুমার গিরি ( হালকা নীল ও গাঢ় নীল চেক চেক জামা) এক দারুন ছেলে যার একক উদ্যোগে এই শিবির সম্পন্ন হয়েছে । সে  দেশপ্রান সংঘের অন্যতম সদস্য। মানিক ও বাকি সদস্যদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শেষে বেশ কয়েকজন ছোট ছোট ছাত্র ছাত্রী বাবা মায়ের বকুনি উপেক্ষা করে গল্প শোনার জেদ ধরলো। তাদের চাঁদের মানচিত্র ও আকাশের মানচিত্র দিয়ে আলোচনা , আড্ডা হল। আবার কবে আকাশ দেখা হবে মোটামুটি একটি তারিখ দিয়ে তাদের বাড়ি পাঠানো গেল। অসম্ভব সুন্দর কিছু ছবি তুলেছেন আমার এই গ্রামের ছেলে শ্রীনাথ মন্ডল।

No comments:

Post a Comment