আজ গিয়েছিলাম আকাশবানীর স্টুডিওতে টেলিস্কোপ ও টেলিস্কোপ তৈরির কর্মশালা সম্পর্কে কিছু বলতে। অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবানীর গীতাঞ্জলি চ্যানেলে " অন্বেষা "অনুষ্ঠানে ৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায়।
বাড়িতে রেডিও না থাকলে নিচের লিংকে যথা সময়ে ক্লিক করে আলোচনাটি শুনতে অনুরোধ জানাই। আমন্ত্রণ জানিয়েছিলেন অত্যন্ত জ্ঞানী ও গুণী মানুষ ড. মানস প্রতিম দাস । এজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। স্কুলে পড়ার সময় থেকেই বিজ্ঞান ও রসিকের দরবারে ও অন্বেষা অনুষ্ঠানে মানস বাবুর উপস্থাপনা বিজ্ঞান বিষয়ে কৌতহলে রসদ যুগিয়েছে , আজ সরাসরি উনার সঙ্গে কথা বলতে পেরে খুব ভালো লাগছে।
No comments:
Post a Comment