ভয় পেয়ে পেয়ে মানুষ ভয় ভুলে গেছে,
যে কয়েক জনের মুখে মাস্ক ছিল তাও খুলে গেছে।
বাজারে গিয়ে দেখি মাস্ক মুখে আমি একা,
আমাকে কেউ ভাবছে বোকা, কেউ ভাবছে ন্যাকা।
চলছে সবকিছুই- লকডাউন শুধু মুখে মুখে,
এ ছবি সর্বত্র- দেখতে পাবেন গ্রামে বা শহরে ঢুকে।
কবে যে বসল লকডাউন বোঝা গেল না,
উঠেও গেল লকডাউন- মানুষ সোজা হল না।
দরকার ছিল নতুন হাসপাতাল ও কড়া প্রশাসন,
এসবের বালাই নেই - আছে শুধু ত্রাণ বিতরণ।
কি করবো, কোথায় যাব- মানুষ যখন ভেবে না পায়,
উল্টোপাল্টা জড়ীবুটি বাজারে ছেয়ে যায়।
কলার টিউন বলে লড়াই রোগের সাথে , রোগীর সাথে নয়,
রোগী ভাবে ঢাল-তলোয়ার ছাড়া কিভাবে তা সম্ভব হয়।
ভোটের কাজ কিন্তু ভালো চলছে- কেউ কম যায়না,
জনগন হয়তো বুঝে নিচ্ছে- কে কাটমানি খায় আর কে খায়না।
আটকায়নি করোনা - লকডাউনে যায় নি চমকে,
শ্রমিকদের কাজ বন্ধ, টোটৌ- অটো গেছে থমকে।
No comments:
Post a Comment