Tuesday, 12 November 2019

সাপের কামড়ের চিকিৎসা - একটি সাক্ষাৎকার । ডাক্তার দয়াল বন্ধু মজুমদার, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ।



ডাক্তার দয়াল বন্ধু মজুমদারের একটি সাক্ষাৎকার । বিষয়- সাপের কামড়ের চিকিৎসা |আমাদের রাজ্যে শুধু নয়, সারা দেশে সাপের কামড়ে বহু মানুষ মারা যান শুধু কুসংস্কারের প্রভাবে ও সঠিক চিকিৎসা পদ্ধতি না জানার ফলে । সাপের কামড়ের লক্ষণ কি , কখন ও কিভাবে একটি সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয়, কোন কোন সাপের কামড়ে মৃত্যু হতে পারে , সাপে কামড়ালে তাকে চেনার প্রয়োজন আছে কিনা, এন্টিভেনামের সমস্যা, চিকিৎসা পদ্ধতি, ও আরো বহু বিষয় নিয়ে একটি গভীর আলোচনা । সাক্ষাৎকারে এই বিষয়গুলি আলোচনা করলেন ডাক্তার দয়াল বন্ধু মজুমদার । ইনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটালের অভিজ্ঞ চিকিৎসক ও সিনিয়র মেডিকেল অফিসার । ইনি সাপের কামড়ের চিকিৎসার জন্য প্রশিক্ষণ দিয়েছেন যাতে এক হাজারেরও বেশি ডাক্তার উপকৃত ও প্রশিক্ষিত হয়েছেন । বিভিন্ন গ্রামীণ এলাকায় ঘুরে ঘুরে একশোটির বেশি সচেতনতা শিবির পরিচালনা করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মাধ্যমে । সাক্ষাৎকারটি নিয়েছেন " Science Activity Channel " এর পক্ষে গোপাল মণ্ডল, শিক্ষক ও বিজ্ঞান কর্মী । সাক্ষাৎকারটি ক্যামেরা বন্দি করেছেন ফুলকলি ভট্টাচার্য, শিক্ষিকা ।

Youtube- এ দেখতে হলে ক্লিক করুন-  https://youtu.be/5Z7zPMx7k4Y

No comments:

Post a Comment