আকাশবাণী কলকাতার ড: মানস প্রতিম দাসের সাক্ষাৎকার । ড: মানস প্রতিম দাস আকাশবাণীর অনুষ্ঠান কার্যনির্বাহক, সত্যেন্দ্র পুরস্কার প্রাপ্ত বিজ্ঞান লেখক, বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পরিষদীয় সদস্য ও বহু প্রতিষ্ঠানে বিজ্ঞান জনপ্রিয়করণের কাজে যুক্ত । উনি রেডিওতে একটি অনুষ্ঠান করতেন যার নাম "বিজ্ঞান রাসিকের দরবার" এবং এটি রেডিওতে বিজ্ঞানের একমাত্র অনুষ্ঠান যা তিনি ১৮ বছরের বেশি করেছেন । এই আলোচনায় আলোচিত হয়েছে রেডিওতে "বিজ্ঞান রাসিকের দরবার" অনুষ্ঠানের অভিজ্ঞাতা ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন- বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান জনপ্রিয়করণের উপায়, বিজ্ঞান লেখার পদ্ধতি , বিজ্ঞান ও দর্শন বিজ্ঞানের প্রতি ভয় কিভাবে কাটানো যায় এবং বিজ্ঞানের বহু আকর্ষণীয় বিষয় ।
Youtube-এ দেখতে হলে ক্লিক করুন - https://www.youtube.com/watch?v=iQ3RL13AFoY
No comments:
Post a Comment