পাল্টা জবাব- যন্ত্রগুলির প্রকৃত কাজ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা | জি বাংলার দাদাগিরি অনুষ্ঠানে ১৬ ই নভেম্বর ঈশিতা দাস স্যানাল বলে জনৈকা প্যারানম্যাল ইনভিস্টিগেটর যার মানে উনি নিজেই মিস্টি হাসি হাসি মুখে এককথায় জানালেন উনারা ভূত খোঁজেন।যাই হোক জি বাংলার দাদাগিরির প্লাটফর্মে সৌরভ গাঙ্গুলির সম্পূর্ণ সমর্থনে দাবি করলেন ভূত আছে। উনারা ওদের 'গ্যাজেট' দিয়ে ভুতের বহু প্রমাণ নাকি পেয়েছেন।কি সেই 'গ্যাজেট', ভুতের অস্তিত্ব জানার ক্ষেত্রে এগুলির কোনো ভূমিকা আছে কিনা, বাস্তবে ভূত অস্তিত্ব ধরার যন্ত্র আছে কিনা এবং যে প্রমান উনারা পেয়েছেন তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আলোচিত হয়েছে ভিডিওটিতে।যে চূড়ান্ত কুসংস্কারগ্রস্ত অবৈজ্ঞানিক ধারণা প্রচার করা হল দাদাগিরি অনুষ্ঠানে- তারই প্রতিবাদে ও কুসংস্কার দূর করার লক্ষে এই পাল্টা ভিডিও ।
Tuesday, 19 November 2019
দাদাগিরি-তে ভূতের রহস্য ফাঁস | বৈজ্ঞানিক ব্যাখ্যা | কি সেই 'গ্যাজেট'? যন্ত্রগুলির প্রকৃত কাজ কি ?
পাল্টা জবাব- যন্ত্রগুলির প্রকৃত কাজ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা | জি বাংলার দাদাগিরি অনুষ্ঠানে ১৬ ই নভেম্বর ঈশিতা দাস স্যানাল বলে জনৈকা প্যারানম্যাল ইনভিস্টিগেটর যার মানে উনি নিজেই মিস্টি হাসি হাসি মুখে এককথায় জানালেন উনারা ভূত খোঁজেন।যাই হোক জি বাংলার দাদাগিরির প্লাটফর্মে সৌরভ গাঙ্গুলির সম্পূর্ণ সমর্থনে দাবি করলেন ভূত আছে। উনারা ওদের 'গ্যাজেট' দিয়ে ভুতের বহু প্রমাণ নাকি পেয়েছেন।কি সেই 'গ্যাজেট', ভুতের অস্তিত্ব জানার ক্ষেত্রে এগুলির কোনো ভূমিকা আছে কিনা, বাস্তবে ভূত অস্তিত্ব ধরার যন্ত্র আছে কিনা এবং যে প্রমান উনারা পেয়েছেন তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আলোচিত হয়েছে ভিডিওটিতে।যে চূড়ান্ত কুসংস্কারগ্রস্ত অবৈজ্ঞানিক ধারণা প্রচার করা হল দাদাগিরি অনুষ্ঠানে- তারই প্রতিবাদে ও কুসংস্কার দূর করার লক্ষে এই পাল্টা ভিডিও ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment