Sunday, 28 December 2025

বাঁকুড়া শহরে হাতে কলমে টেলিস্কোপ পরিচালনার শিবির

 গতকাল বাঁকুড়ার মাচান তলায় অনুষ্ঠিত হল হাতে কলমে টেলিস্কোপ শিক্ষা শিবির। উপস্থিত ছিলাম টেলিস্কোপ সম্পর্কে কিছু তত্ত্বগত ও প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার জন্য। উপস্থিত ছিলেন শিক্ষক মনোজিৎ মহাদানী, ইন্জিনিয়ার ইন্দ্রজিৎ চক্রবর্তী, বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ ভূগোল বিভাগের ছাত্রী পিয়াসা ও দিপিকা , ছিলেন শিক্ষিকা তনুপ্রিয়া মহাদানী যারা আগামী দিনে বাঁকুড়া শহরে ও পার্শ্ববর্তী এলাকায় ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে আকাশ পর্যবেক্ষণ শিবির পরিচালনা করবেন।








No comments:

Post a Comment