Wednesday, 20 March 2024

Make your own lab শীর্ষক কর্মশালা রাজনগর রামচন্দ্র আদর্শ বিদ্যাপীঠে


গতকাল পূর্ব মেদিনীপুরের রাজনগর রামচন্দ্র আদর্শ বিদ্যাপীঠের অটল টিঙ্কারিং ল্যাব ও সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের উদ্যোগে Make your own lab শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৬০ জন ছাত্র ছাত্রী ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, স্ফেরোমিটার,  স্পেকট্রোমিটার, গ্যালভানোমিটার, বিশেষ প্রকার তুলাযন্ত্র , আলোর অপবর্তন, ব্যাতিচারের যন্ত্রপাতি তৈরি করে ও এগুলো দিয়ে বাড়িতে প্র্যাকটিক্যাল কিভাবে করবে তা নিয়ে আলোচনা হয়। 



























 


No comments:

Post a Comment