Sunday, 10 September 2023

৯ই সেপ্টেম্বর হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা



 ৯ই সেপ্টেম্বর হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালার খবর। তবে সেক্সট্যান্ট যন্ত্র বিষয়ে বলা হয়েছে মহাকাশের বস্তুগুলো দ্বিগুণ দেখাবে, এই বক্তব্য ভুল করে ছাপা হয়েছে। এই যন্ত্র দিয়ে উন্নতি কোন মাপা হয়। সাংবাদিককে ধন্যবাদ।

No comments:

Post a Comment