Friday, 24 March 2023

Venus occultation

 একই ফ্রেমে চাঁদ ও শুক্র। এই শুক্র গ্রহটিরও  চাঁদের মতো কলা দেখা যায় যা খালি চোখে বোঝা যায় না । টেলিস্কোপের সাহায্যে বোঝা যায়। শুক্র গ্রহের চাঁদের মতো কলা হয় তা একমাত্র ব্যাখা করা যায় যদি সূর্যের চারদিকে পৃথিবী ও অন্যান্য গ্রহের আবর্তন হলে। পৃথিবীর চারিদিকে সূর্য সমেত সবকিছু ঘুরছে ধরলে এর সব কলা অবস্থার ব্যাখা করা যায় না। গ্যালিলিও প্রথম টেলিস্কোপ দিয়ে দেখিয়ে ছিলেন ও কোপার্নিকাসের তত্ত্ব পরীক্ষা মূলক ভাবে দেখিয়ে ছিলেন। আর একটি কথা, আজকে যা হল অর্থাৎ কিছু সময়ের জন্য শুক্রের সামনে চাঁদ এসে গেছিল তাই কিছুক্ষন শুক্র গ্রহকে দেখা যায় নি, এর সঙ্গে আপনার জীবনের ভালো মন্দ, সফলতা, বিফলতার কোন কারণ নেই। পৃথিবী থেকে এদের দূরত্বের কোন পার্থক্য হয় নি। তাই যদি কিছু প্রভাব থেকে থাকে তা আগে যা ছিল, এখনো তাই আছে এবং যা প্রভাব আছে সব মানুষের ওপর এক আছে। তাই আলাদা ভাবে কোন মানুষের ভয় পাওয়ার কিছু নেই।






No comments:

Post a Comment