Sunday, 26 March 2023

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) সফলভাবে দ্বিতীয়বার ৩৬টি ওয়ান ওয়েব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করলো



 রবিবার, ২৬শে মার্চ মহাকাশ সংস্থা ISRO সফলতার সঙ্গে ৩৬ টি ওয়ান ওয়েব স্যাটেলাইট উৎক্ষেপণ করলো। এই মিশনের নাম দেওয়া হয়েছে ওয়ান ওয়েব ইন্ডিয়া-২। এই কৃত্রিম উপগ্রহ গুলো ভারতের নিজস্ব ইন্টারনেট ব্যবস্থাকে মজবুত ও স্বতন্ত্র করবে। এই ৩৬ টি উপগ্রহের মোট ভর ৫৮০৫ কেজি। মোট ৭২ টি এই ধরনের উপগ্রহ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ( ISRO) দ্বারা উৎক্ষেপণ করা হল।  প্রথম ৩৬টি সফলভাবে উৎক্ষেপণ করা হয় ২০২২ সালের ২৩শে অক্টোবর। চার দফায় এই উপগ্রহ গুলো আলাদা হয়ে যাবে ও মহাকাশে পৃথিবীর চারিদিকে ৪৫০ কিমি ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে থাকবে।  এই দ্বিতীয় দফায় ৩৬টি উপগ্রহ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের বৃহত্তম লঞ্চ ভেহিকেল মার্ক-৩ (LVM3) রকেট সফলভাবে উৎক্ষেপণ করে। উল্লেখ্য, এই রকেট এই নিয়ে চন্দ্রযান-২ সহ মোট ৬টি সফল উৎক্ষেপণ করলো। ভারতীয় এই রকেট এলভিএম থ্রি (LVM3) ৪৩.৫ মিটার লম্বা এবং এর ওজন ৬৪৩ টন। প্রসঙ্গত, ওয়ানওয়েবে বিনিয়োগ রয়েছে ভারতী এয়ারটেল গ্রুপের। মহাকাশে ওয়ানওয়েবের ৫৮২টি উপগ্রহ রয়েছে। আজকের সফল উৎক্ষেপণের ফলে সেই সংখ্যা ৬১৮-য় পৌঁছে যাবে। 
ছবি- ISRO


No comments:

Post a Comment