কয়েকদিন আগে আমার হাতে বানানো এই 4.5" প্রতিফলক দূরবীনের ছবি পোস্ট করেছিলাম, এবং এও বলেছিলাম কেউ যদি এই ধরনের হাতে বানানো দূরবীন কিনতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু অনেকের মধ্যে একটি প্রশ্ন কি কি দেখা যাবে। এর উত্তরে বলি এই দূরবীনে চাঁদ ( পাহাড়, গর্ত বা ক্র্যাটার ইত্যাদি), বৃহস্পতি ও তার চারটি উপগ্রহ, শনির বলয় ও একটি উপগ্রহ, যুগ্মতারা ( অ্যালকর-মাইজর), অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি নিজে দেখলাম। ওরাইয়ন নিহারিকা দেখা যাবে। কিছু উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ দেখা যাবে। সূর্যের কলঙ্ক উপযুক্ত ফিল্টার ব্যবহার করে দেখা যাবে এটা নিশ্চিত বুঝতে পারছেন। শূক্র গ্রহের কলা ভালো ভাবে দেখা যাবে। মঙ্গল গ্রহকে উজ্জ্বল লালাভ দেখাবে, দামি আইপিস ব্যবহার করে বরফের টুপি আবছা বোঝা যাবে। সব ক্ষেত্রেই আকাশ চেনা ও খুঁজে বের করতে সক্ষম হতে হবে। যে যুগ্ম তারা গুলো ১ আর্ক সেকেন্ড বা তার চেয়ে দুরে আছে সেগুলো পৃথকভাবে দেখা যাবে। এটি একটি সম্পূর্ণ দেশীয় দূরবীন। ছবিতে টেলিস্কোপের মাউন্টটি এক Alt-Az ও equitorial mount হিসেবে ব্যবহার করা যাবে। এই বিষয়ে যারা নতুন তারা ডোবসোনিয়ান মাউন্ট ব্যবহার করতে পারেন। সেটিও বানিয়ে দেওয়া যাবে।
Monday, 25 October 2021
নতুন টেলিস্কোপ দিয়ে কি কি দেখতে পাবেন?
কয়েকদিন আগে আমার হাতে বানানো এই 4.5" প্রতিফলক দূরবীনের ছবি পোস্ট করেছিলাম, এবং এও বলেছিলাম কেউ যদি এই ধরনের হাতে বানানো দূরবীন কিনতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু অনেকের মধ্যে একটি প্রশ্ন কি কি দেখা যাবে। এর উত্তরে বলি এই দূরবীনে চাঁদ ( পাহাড়, গর্ত বা ক্র্যাটার ইত্যাদি), বৃহস্পতি ও তার চারটি উপগ্রহ, শনির বলয় ও একটি উপগ্রহ, যুগ্মতারা ( অ্যালকর-মাইজর), অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি নিজে দেখলাম। ওরাইয়ন নিহারিকা দেখা যাবে। কিছু উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ দেখা যাবে। সূর্যের কলঙ্ক উপযুক্ত ফিল্টার ব্যবহার করে দেখা যাবে এটা নিশ্চিত বুঝতে পারছেন। শূক্র গ্রহের কলা ভালো ভাবে দেখা যাবে। মঙ্গল গ্রহকে উজ্জ্বল লালাভ দেখাবে, দামি আইপিস ব্যবহার করে বরফের টুপি আবছা বোঝা যাবে। সব ক্ষেত্রেই আকাশ চেনা ও খুঁজে বের করতে সক্ষম হতে হবে। যে যুগ্ম তারা গুলো ১ আর্ক সেকেন্ড বা তার চেয়ে দুরে আছে সেগুলো পৃথকভাবে দেখা যাবে। এটি একটি সম্পূর্ণ দেশীয় দূরবীন। ছবিতে টেলিস্কোপের মাউন্টটি এক Alt-Az ও equitorial mount হিসেবে ব্যবহার করা যাবে। এই বিষয়ে যারা নতুন তারা ডোবসোনিয়ান মাউন্ট ব্যবহার করতে পারেন। সেটিও বানিয়ে দেওয়া যাবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment