তুমি কে ?
নিজ দেশে তুমি পরিযায়ী আজ ,
নিজ দেশে তুমি ক্রীতদাস ;
ভিক্ষা দিতে হাত বাড়িয়েছে শাসক ,
তোমাকে দেবেনা তবু কোনো কাজ।
সম্পদ যা আছে তা শাসক তুলে দেবে কর্পোরেটের হাতে ,
শিক্ষিত বেকার তুমি দাঁড়িয়ে রবে বাটি হাতে।
তোমাকে নিয়ে লেখা হবে কবিতা ,
নোবেল ও কেউ পেতে পারে ;
মানে উদ্ধার করতে পারবে না তুমি ,
তোমার বিপদে পাবেনাকো তুমি ওই কবি-টারে।
অন্ধকারে ডুবছে জাতি ,
হারাচ্ছে মূল্যবোধ ,
এতো কিছু ভাবার নেই কোনো সময়,
তোমার তো আছে সেই চেনা স্রোত।
কে তুমি ? কি তোমার পরিচয় ?
তুমি শ্রমিক , তুমি চাষি - তুমি কি মানুষ নও?
তোমারও আছে বাঁচার অধিকার,গর্জাতেওতো পারো ,
তোমারও আছে ক্ষমতা , তবে কিসের এতো ভয় ?
কপালের দোষ ভুলে - মানবতার পতাকা তুলে ,
এগিয়ে চলো সম্মূখপানে ,
দেখবে নতুন সূর্য মুছেছে সব গ্লানি ,
বুঝবে তুমি কে , সারা বিশ্ব চাইবে তব পানে।
No comments:
Post a Comment