Wednesday, 15 October 2025

বিষ্ণুপুর ডি এ ভি পাবলিক স্কুলে বিজ্ঞান মডেল প্রদর্শনী ও আকাশ পর্যবেক্ষণ শিবির | Science exhibition and sky watching workshop at DAV Public School, Bishnupur


আজ বিষ্ণুপুর ডি এ ভি স্কুলে ( দঃ ২৪ পরগণা)  বিজ্ঞান মডেল প্রতিযোগিতা ও আকাশ পর্যবেক্ষণ (  সূর্য দেখার) শিবিরে আমন্ত্রিত হয়ে ভালো লাগলো। ধন্যবাদ জানাই বিদ্যালয় কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। ছাত্র ছাত্রীদের বিশেষ ধন্যবাদ জানাই বিজ্ঞানের বিভিন্ন মডেল আন্তরিক ভাবে তৈরি করে প্রদর্শন করার জন্য। আজকে বিজ্ঞানী মিসাইল ম্যান আব্দুল কালামের জন্মদিনে এই বিজ্ঞান শিবিরের আয়োজন সত্যিই প্রশংসনীয়। স্কুলের সম্পাদক ও প্রিন্সিপাল ম্যাডাম, চিরঞ্জিত স্যারকে বিশেষ ধন্যবাদ জানাই। আজকে আবার আন্তর্জাতিক ছাত্র ছাত্রী দিবস, তাই আজকের দিনে ওদের সঙ্গে বিজ্ঞান নিয়ে সময় কাটাতে পেরে বেশ ভালো লাগলো। মডেল প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব সামলাতে বেশ হিমসিম খেতে হল, প্রকৃত পক্ষে সমস্ত বিজ্ঞান মডেল বানানোর ক্ষেত্রে প্রত্যেক ছাত্র ছাত্রীরা নিজেদের পক্ষে যতটুকু করার তার থেকে বেশি করে থাকে, তাই প্রথম দ্বিতীয় এই ভাবে বাছা একটু মুশকিল কাজ। তবে সবার নিত্যনতুন ধারণা জানতে বেশ আনন্দ পাওয়া যায়। এর পর সৌর কলঙ্ক প্রথম বারের জন্য বেশিরভাগ ছাত্র ছাত্রীরা দেখলো, এটাও বেশ আনন্দের। সঙ্গে ছিলেন আমার বিদ্যালয়ের পবিত্র স্যার, এ সঙ্গের তুলনা হয় না। আলাপ হল সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স এর বিজ্ঞানী অধ্যাপক স্বাত্বকী ভট্টাচার্য স্যারের সঙ্গে। খুব ভালো কাটলো আজকের দিনটি।

বিশেষ ধন্যবাদ জানাই ঐ স্কুলের চিরঞ্জিত স্যারকে বিশেষ আমন্ত্রণের জন্য। সম্পাদক মহাশয়কে ধন্যবাদ জানাই এই আন্তরিক আমন্ত্রণ ও আতিথেয়তার জন্য।























 

No comments:

Post a Comment