Tuesday, 27 June 2023

Discussion with Padma Shri, Prof H.C.Verma

 একজন ছাত্র ভৌত বিজ্ঞান কিভাবে পড়বে, কিভাবে একজন শিক্ষক বা শিক্ষিকা ভৌত বিজ্ঞান পড়াবেন , সিলেবাস শেষ করতে সমস্যা হলে উপায় কি, কিভাবে বিজ্ঞান শেখা যায়, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শেখা কেন জরুরী, পরীক্ষা মূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষিকাদের কি করনীয়, বিজ্ঞানের সমস্যা সমাধানের উপায় ইত্যাদি বহু বিষয় নিয়ে আলোচনা এই ভিডিওটিতে উঠে এসেছে। আলোচনা করলেন পদার্থবিদ্যা জগতের অসামান্য শিক্ষক , ভারত সরকারের দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত , অধ্যাপক হরিশ্চন্দ্র বর্মা স্যার। এই আলোচনা য় উঠে এসেছে স্যারের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শেখার সারাদেশব্যাপী অভাবনীয় উদ্যোগের কথা। ভিডিওটির সারাদেশে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাই হিন্দিতে করা‌ হয়েছে। আমার হিন্দিতে দক্ষতা নেই তাই কথপোকথনে আমার বক্তব্যে এই হিন্দি ভাষায় প্রয়োগে ত্রুটি থাকবেই। এগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ও স্যারের আলোচনা গুরুত্ব সহকারে শুনতে অনুরোধ জানাই। ধন্যবাদ।




No comments:

Post a Comment