Saturday, 27 May 2023

সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের উদ্যোগে বিজ্ঞান শিবির

 আজ Science Activity Channel/ YouTube এর উদ্যোগে ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ে সারাদিন ধরে একটি বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হল। ৭০জন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এই শিবিরে উপস্থিত ছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এর তত্বাবধায়ক ড. রাকেশ মজুমদার। সারাদিন ধরে উনি আমাদের শিবিরে উপস্থিত থেকে বিভিন্ন মূল্যবান বক্তব্য রাখেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেখানো, প্রযুক্তিগত বিভিন্ন কাজে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। ছাত্র ছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান শেখা ও বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করেন। এর জন্য আমরা চির কৃতজ্ঞ।   উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক বৃন্দ। স্কুলের আলোক স্যার, অরুণ স্যার, আনন্দ স্যার , প্রদীপ স্যার ও পবিত্র স্যারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই। পার্শ্ববর্তী বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন, বিশেষ করে সুশোভন নাথ স্যারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই। স্কুলের শিক্ষক, পরিচালন কমিটি ভীষণ ভাবে সহযোগিতা করেছে বলেই সফল ভাবে শিবির টি সম্পন্ন হয়েছে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শেখা, কুসংস্কার বিরোধী প্রদর্শনী, আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি বিষয়ে শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই।
























No comments:

Post a Comment