আগামী ২৭ শে মে , সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে একটি বিজ্ঞান শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্যের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা এতে অংশ গ্রহণ করতে পারবে। আসন সংখ্যা সীমিত ও এই মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে রেজিষ্ট্রেশন ফি সমেত। যে কোন সমস্যায় বা জিজ্ঞাস্য কিছু থাকলে আমাকে ফোন করুন 9635578948 এ।
https://forms.gle/Pfqzd2bDN8H28kA29
No comments:
Post a Comment