গতকাল ১৩ই মে, ২০২২ ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য YouTube/ScienceActivityChannel এর পক্ষ থেকে "পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শেখা" বিষয়ক একটি বিজ্ঞান শিবিরের আয়োজন করা হয়েছিল। ১০০ জনের বেশি ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। থাকলো এক ছাত্রের অপটু হাতে তোলা কয়েকটি ছবি।
No comments:
Post a Comment