Tuesday, 20 October 2020

এসো আকাশ চিনি 20/10/2020

এখন পূর্ব আকাশে ভোরবেলায় (৩টে থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত ) উজ্জ্বল জোতিষ্কটি হলো শুক্র গ্রহ। তার ঠিক ওপরে একটি কম উজ্জ্বল নক্ষত্র থাকবে যার নাম Regulus । এটাকে কেন্দ্র করে বাকি আশেপাশের কয়েকটি নক্ষত্রদের নিয়ে একটি কাল্পনিক রেখা টানলে সিংহের মতো দেখাবে। এটি হলো সিংহ রাশি ( Leo Zodiac ) । ছবির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন।ছবিতে সিংহ রাশিতে নক্ষত্রদের উজ্জ্বলতা ও আশেপাশের নক্ষত্রদের উজ্জ্বলতা লক্ষণীয়। ( বিঃ দ্রঃ - আকাশে এই রাশি দেখতে পাওয়ার সঙ্গে রাশিফলের কোনো যোগ নেই। রাশিফল একটি ভ্রান্ত বিষয় ) ।

 

No comments:

Post a Comment