Wednesday, 10 June 2020

জল পরীক্ষার অনুবীক্ষণ যন্ত্র তৈরির সহজ পদ্ধতি।



একবার কলকাতা যাচ্ছিলাম ট্রেনে করে এক সেমিনারে। সঙ্গে একজন শিক্ষক ছিলেন। তখন আমি ছাত্র ( যদিও এখনো ছাত্র ) । সঙ্গে জলের বোতলের কোনো বালাই নেই। একসময় তেষ্টা পেলো, নেমে পড়লাম প্লাটফর্মে। প্লাটফর্মের কলে জল খেয়ে ট্রেনে উঠতে গেছি স্যার বললেন জল কেমন। আমি রসিকতা করে বলেছিলাম , পড়েছি জল স্বাদহীন , গন্ধহীন , বর্ণহীন হয় কিন্তু এই জলে সব আছে। আসলে জলে বিভিন্ন খনিজ যেমন আছে , তেমন বিভিন্ন ব্যাকটেরিয়া , জীবাণুও এর মধ্যে থাকত পারে। তাই এই স্বাদ , গন্ধ , বর্ণ। তবে উপস্থিত সব পদার্থ যে ক্ষতি করে তা নয়। কিছু কিছু পদার্থ কনা খালি চোখে দেখা গেলেও বেশিরভাগ বস্তু কনা দেখতে গেলে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপ দরকার। মাইক্রোস্কোপ সবার কাছে নেই জানি , তাই একটি অন্যরকম মাইক্রোস্কোপ তৈরি করতে পারি। এটি বানাতে একটি LASER টর্চ ও একটি ডাক্তারি সিরিঞ্চ লাগবে। এর ক্ষমতার কথা নিশ্চই ভাবছেন। এই মাইক্রোস্কোপে ১ মিটারের ১০ লক্ষ ভাগের এক ভাগ পর্যন্ত ব্যাসের কনার উপস্থিতি বোঝা যাবে। তবে কোনটি জীবাণু আর কোনটি বস্তুকণা তা বোঝা যাবেনা। আসলে ৩০-৪০ টাকা খরচ করে একটা বিজ্ঞানের সাহায্যে বেশ মজা করা যায়। বলে রাখি ছোটরা কিংবা বড়রা কেউই LASER এর টর্চের আলো সরাসরি দেখবেন না। চোখের ক্ষতি হবে। যাই হোক পরীক্ষাটি করতে পারেন, ছাত্র ছাত্রীদের দেখতে পারেন। অনেকে ভাবছেন এটি কি সম্বব , মন্তব করতে মন চাইছে। আপনাদের বলি , আগে দেখুন ভিডিওটি ও একবার পরীক্ষাটি করে দেখুন।আর জলের গুনাগুন যাই হোক বিজ্ঞানের মজাটা অবশ্যই উপভোগ করবেন। যাই হোক নিচের লিংকে ক্লিক করে দেখতে থাকুন ভিডিওটি। আর ভালো লাগলে শেয়ার করতে পারেন। নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি। আবার হাজির হবো অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।

No comments:

Post a Comment