রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী পূর্ব মেদিনীপুর জেলার ভগবান পুরের মহম্মদপুর স্কুলের ছাত্র সৌগত দাসকে Breakthrough science society পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন বাজকুল সায়েন্স সোসাইটির সভাপতি ড:শুভাশিষ মাইতি,জেলা কমিটির কোষাধক্ষ জলি জানা,রাজ্য কমিটির পক্ষ থেকে গোপাল মন্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ|
No comments:
Post a Comment