Monday 16 July 2018

বিশ্ব সর্প দিবস -World Snake Day

 (১৬ ই জুলাই) বিশ্ব সর্প দিবস (World Snake Day) উপলক্ষ্য়ে এই তথ্য়চিত্র।সাপ সম্পর্কে বহু অন্ধবিশ্বাস আছে এবং কোনটি বিষহীন সাপ ও বিষযুক্ত সাপ না চেনার ফলে অনেক মানুষ মারা যান। সাপ বেশিরভাগ সময়ে আমাদের উপকার করে কিন্তু বিষহীন সাপ না চেনার ফলে বিষযুক্ত সাপের সঙ্গে এদেরকেও মেরে ফেলাহয়। ফলে বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। তাই সাপ সম্পর্কে অন্ধবিশ্বাস দুর করতে, সাপ চেনাতে ও সাপ কামড়ালে কি করনীয় ইত্য়াদি বিষয়ে এই তথ্য়চিত্র। সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই ভিডিওটি আপনজনদের কাছে পৌঁছেদিন।